নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫০, ২ জুলাই ২০২২

সোনারগাঁয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার

সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার মো. শান্ত (১৯) মারা গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২ জুলাই) সকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে ।


এ ঘটনায় ট্রাক চালক মো. রুবেল (২৫) আহত হয়েছেন।   মো. শান্ত ঝিনাইদহের কালিগঞ্জের মৃত মহব্বত আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে চাঁদমহল সিনেমা হলের সামনে মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এসময় গাড়ির চালক আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয় আর হেলপার ঘটনাস্থলেই মারা যান।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হােসেন জানান, গাড়িটি থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা হয়েছে। 

সম্পর্কিত বিষয়: