নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ মে ২০২৪

সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের লোকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৪১, ২১ নভেম্বর ২০২২

সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের লোকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁ উপজেলায় স্নান ঘাট ব্যবহারে হিন্দু সম্প্রদায়ের লোকদের হুমকির প্রতিবাদে অভিযুক্ত শহিদুলের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার (২০ নভেম্বর) দুপুরে সোনারগাঁও পৌরসভার শাহাপুর কাঠপট্টি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁও শাহাপুর ও ভাটিবন্দর গ্রামের সংযোগস্থলে অবস্থিত ব্রীজের নিচে সরকারী স্নান ঘাটে ইট,পাথর,বালু ফেলে রেখে দখল করে রেখেছে স্থানীয় শাহাপুর গ্রামের মৃত আ: খালেকের ছেলে শহিদুল। 


স্নানঘাটে করাত মিলের বড় বড় গাছের গুঁড়ি ফেলে রাখায় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ সহ গ্রামবাসীদের একমাত্র ঘাটটি ব্যবহার করতে পারছে না। 


তাছাড়া ঘাটের পাশেই শহীদুল ক্যারাম বোট বসিয়ে বখাটেদের আড্ডা খানা তৈরি করে মা বোনদের গোসলের সময় বিরক্ত করা সহ ব্রীজের নিচে বালু ভরাট করে সরকারী জায়গা দখল করে নিয়েছে বলে জানান এলাকাবাসী। 


এদিকে শহিদুলের হাত থেকে স্নানঘাট রক্ষায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা সহকারী কমিশনার ভূমি ও সোনারগাঁ থানায় গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শুভাস দাস।