নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ মে ২০২৪

রূপগঞ্জে তিতাসের ভাল্ব স্টেশনে গ্যাস পাইপ লিকেজ, গ্যাস সরবরাহ বন্ধ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:২৫, ২ মে ২০২৩

রূপগঞ্জে তিতাসের ভাল্ব স্টেশনে গ্যাস পাইপ লিকেজ, গ্যাস সরবরাহ বন্ধ

 রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দীঘিবরাব এলাকায় তিতাসের গ্যাস সরবরাহ পাইপে লিকেজ সৃষ্টি হয়ে গ্যাস নির্গত হয়েছে।খ বর পেয়ে তিতস কতৃপক্ষ রূপগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে। তবে এ ঘটনায় এলাকাবাসির মধ্যে আতংক সৃষ্টি হয়। তবে তিতাসের কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।


প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো: রাজিব জানান, বিকেলে লিকেজ হয়ে বিকট শব্দে গ্যাস বের হতে থাকে।  প্রায় এক কিলোমিটার দূর থেকেও গ্যাস নির্গত হওয়ার শব্দ পাওয়া যায়।


এসময় এলাকাবাসির মধ্যে আতংক সৃষ্টি হলে অনেকেই সেখানে ছুটে গিয়ে জড়ো হতে থাকেন। পরে তিতাসের লোকজন গ্যাস সাপ্লাই বন্ধ করে দিলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং আতংক দূর হয়। তবে আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ থাকায় মানুষ দূর্ভোগে পড়েন।


এ বিষয়ে  রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোং লিমিটেড এর সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক মেজাবহ উর রহমান জানান, সোমবার বিকেল সাড়ে চারটায় দীঘিবরাব এলাকায় তিতাসের ভাল্ব স্টেশনের অভ্যন্তরে গ্যাস সরবরাহের পাইপ সামান্য ফেটে লিকেজ সৃষ্টি হলে বিকট শব্দে গ্যাস লিকেজ হতে শুুরু করে।

.
খবর পেয়ে আমাদের যাত্রামুড়া বিপনন বিভাগের কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারি ও টেকনিশিয়ানরা ঘটনাস্থলে যান। পরে পাঁচটার দিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে পাইপের লিকেটজ মেরামতের কাজ শুরু করেন তারা।


ফলে রূপগঞ্জের অধিকাংশ এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিনি বলেন, এটা আমাদের ভাল্ব স্টেশনের বাউন্ডারির ভেতরে নিজস্ব জায়গায়। এর ভেতরে কোন মানুষের প্রবেশের সুযোগ নেই। কোন ধরণের দূর্ঘটনা ঘটারও সম্ভাবনা নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে।

 

তিনি আরও বলেন, মে দিবসের ছুটির দিন সব শিল্প করাখানা বন্ধ থাকায় গ্যাসের অতিরিক্ত চাপের কারণে লিকেজ সৃুষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করছি। তবে ফেটে যাওয়া পাইপটি পরিবর্তনের কাজ চলছে।


সম্পূর্ণ কাজটি শেষ করতে সময় লাগবে। আশা করি চার পাঁচ ঘন্টার মধ্যে কাজটি শেষ করা যাবে। পরে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করা হবে।