নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ এপ্রিল ২০২৪

রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৫৮, ১৫ মে ২০২৩

রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) উপজেলার চনপাড়া পুণর্বাসন কেন্দ্র এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের সময় রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন চনপাড়া পুণর্বাসন কেন্দ্র এলাকার মনির হোসেনের ছেলে মো. আজিম (২৫) ও দেলোয়ার হোসেনের ছেলে মো. সুমন (২৫)।


পুলিশ জানায়, চনপাড়া পুণর্বাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে রায়হান, শাওন, রাব্বি ও শাকিল গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কর্মকান্ডের চালায়। এ সংবাদে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করে।

 

তবে অন্য সদস্যরা পুলিশের  উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ৭টি রামদা ও ১টি সামুরাই জব্দ করে পুলিশ।


রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ এর সত্যতা নিশ্চিত করে জানান, এ অভিযান অব্যাহত থাকবে।


উল্লেখ্য, গত ৯ ও ১০ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ ২৪ জন আহত হয়।