নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪

বন্দরে রোমান হত্যা মামলা : রিমান্ড শেষে ৪ আসামিকে আদালতে প্রেরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৫, ৩ জুন ২০২৩

বন্দরে রোমান হত্যা মামলা : রিমান্ড শেষে ৪ আসামিকে আদালতে প্রেরণ

বন্দরে অনিক সরদার বাহিনী সন্ত্রাসী হামলায় রোমান ওরফে ক্যাপ  রোমান (৩৬) নিহতের মামলায় গ্রেপ্তারকৃত ৫ আসামী মধ্যে হত্যা মামলার প্রধান আসামী অনিক সরদারসহ ৪ জনকে ১ দিনের রিমান্ডে শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

শনিবার (৩ জুন) দুপুরে জিজ্ঞাসাবাদের পর  তাদেরকে পুনরায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার (২ জুন) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আদালত থেকে রিমান্ডে আনে পুলিশ। 

 

রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ সরদারের সন্ত্রাসী ছেলে ও একাধিক মামলার আসামী অনিক সরদার (২৭) একই এলাকার আকবর হোসেন মিয়ার ছেলে অন্তর হোসেন (২৫) বুরুন্দী এলাকার শাহাবুল্লাহ বেপারী ছেলে সন্ত্রাসী সবুজ (৩৮) ও একই এলাকার মিজানুর মিয়ার ছেলে দিদার (৩৮)। 


বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর সিদ্দিক জানান, ক্যাপ রোমান হত্যা মামলার প্রধান আসামী অনিক সরদারসহ ৫  আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ৫ জনের মধ্যে ৪ জনকে ১ দিনের রিমান্ড শেষে তাদেরকে ফের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা গুরুত্বপূর্ন তথ্য প্রদান করেছে। মামলার তদন্ত স্বার্থে এ বিষয়ে আপনাদের কোন তথ্য দিতে পারছি না। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। 


উল্লেখ্য গত শুক্রবার (২৬ মে) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে পূর্ব শত্রুতার জের ধরে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আব্দুর রহিম ওরফে আদু মিয়ার ছেলে রোমান ওরফে ক্যাপ রোমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা পালিয়ে যায় ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ সরদারের সন্ত্রাসী ২ ছেলে অনিক সরদার ও সিফাত সরদার একই এলাকার খাজা মিয়ার ছেলে আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুম একই এলাকার আকবর হোসেন মিয়ার ছেলে অন্তর বুরুন্দী এলাকার শাহাবুল্লাহ বেপারী ছেলে সন্ত্রাসী সবুজ  ও একই এলাকার মিজানুর মিয়ার ছেলে দিদার মদনগঞ্জ টিক্কারমোড় এলাকার উজ্জল, মদনগঞ্জ চারতলা এলাকার দয়াল ঘারমোড়া এলাকার খাজা মিয়ার ছেলে জুয়েল কলাগাছিয়া এলাকার শাহিন মিয়ার ছেলে রাসেল একই এলাকার আউয়াল মিয়ার ছেলে কাউছার চর-ধলেশ^রী এলাকার মৃত আনিছ মিয়ার ছেলে পারভেজ একই এলাকার মৃত আব্দুল ডাকাতের ছেলে ইসলাম ঘারমোড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে জিসান ও দক্ষিন ঘারমোড়া এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে মহিনসহ অজ্ঞাত নামা ৬/৭ সন্ত্রাসী।

 

এ ঘটনায় বন্দর থানা পুলিশ হত্যাকান্ডের ঘটনার ওই রাতেই ঘারমোড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী অনিক সরদার, অন্তর, সবুজ ও মুরাদকে গ্রেপ্তার করে শনিবার (২৭ মে) দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত গত শুক্রবার (২ জুন) ১ দিনের রিমান্ড মঞ্জুর করে।

 

এ ছাড়াও গত বুধবার (৩১ মে) রাতে বন্দর থানা পুলিশ ঘারমোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রোমান হত্যা মামলার ২নং এজাহারভূক্ত আসামী আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।