নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

ফতুল্লায় ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:১৮, ৩ নভেম্বর ২০২৩

ফতুল্লায় ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ফতুল্লার লঞ্চঘাট থেকে ১৫ কেজি গাঁজা সহ মিজানুর রহমান আকন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর রহমান আকন ঝালকাঠি জেলার নলসিটি থানার গোদন্ডার রফিক আকনের পুত্র।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক  সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা লঞ্চঘাটে অভিযান চালিয়ে মিজানুর রহমান আকনে কে গ্রেফতার করে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি করে ১৫ কেজি গাজা উদ্ধার করে।সে ঢাকা থেকে গাঁজা এনে গ্রামের বাড়ীতে নিয়ে যেতো প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।


 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, মাদক কারবারিরা ফতুল্লা লঞ্চঘাট কে মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন থেকে। যাত্রী বেশে মাদক কারবারিরা এ মাদক পাচারের কাজ করে থাকে। ইতিপূর্বে বেশ কয়েকটি মাদকের চালান ফতুল্লা লঞ্চঘাট থেকে আটক করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।