নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জ পুলের কাঁচা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি, সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৮, ২৯ নভেম্বর ২০২৩

সিদ্ধিরগঞ্জ পুলের কাঁচা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি, সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা

দীর্ঘ দিন ধরেই নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পুলের পশ্চিম পাশে অবস্থিত খাজা মার্কেটের কাঁচা বাজারে বাজার মূল্যের চেয়েও বেশি দামে সবজি বিক্রির অভিযোগ করেছেন সাধারণ মানুষ। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব থেকে রক্ষা পেতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জোর দাবী করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। 


সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, খাজা মার্কেটের কাঁচা বাজারে সব সবজি চড়া দামে বিক্র করছে। আশে-পাশে যেসব বাজার রয়েছে ওইসব বাজারে সঠিক দামে আলু, পেয়াজ, মরিচ, শিম, টমেটো, শসা, শাক-সবজি সঠিক দামে বিক্র হচ্ছে। মাছ-মাংস তো মধ্য ও নিম্নবিত্তদের খাবারের তালিকার বাহিরে। তাই মানুষ জীবন যাপনে খেয়ে বেঁচে থাকার কারণে বিভিন্ন ধরণের শাক-সবজিকে বেছে নিয়েছে। কিন্তু এই খাজা মার্কেটের বাজারের অস্বস্তিতে পরে ভোগান্তির অন্ত নেই। এতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মনে করছেন বাজারে আসা ক্রেতারা।


বাজার ঘুরে দেখা যায়, এ বাজারের আশে-পাশের অন্যান্য বাজারের চেয়ে বেশি ব্যবধানে বিক্রি হচ্ছে। বিভিন্ন শাক-সবজির দাম খাজা মার্কেটের বাজারে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বেশি দামে বিক্রি করছে।


ক্রেতারা বলছেন, সরকার পণ্যের যে দাম বেঁধে দেয় তাতেও তো কোনো লাভ হয় না। বিক্রেতারা নিজেদের ইচ্ছে মতো দাম নেয়। যেসব সবজি বা অন্যান্য পণ্য আমাদের দেশে ফলানো হয় সেগুলোর দামও বেশি নিচ্ছে। আলু বা অনেক সবজি রয়েছে বাহির থেকে আমদানি করতে হয় না তাও কেনো এগুলোর দাম এতো বেশি। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব থেকে ভোক্তা সাধারণকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালো ভুমিকা গ্রহণ করা প্রয়োজন।
 

সম্পর্কিত বিষয়: