নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

 সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৪

 সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু
হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মিজমিজি দক্ষিন পাড়ায় প্রবাসী মোকলেছুর রহমানের নির্মানাধীন ভবনের বিদ্যুতের কাটআউট লাগানোকালীন সময়ে ফ্লাগটি ভেজা থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

সেসময় ঘটনাস্থলে থাকা মানুষজন তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেবার আগেই মৃত্যু বরন করে। এ ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

নিহত মকবুল ওই এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 

লাশ উদ্ধারকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন মৃত ব্যক্তির পরিবার থেকে মামলার কোনো প্রস্তুতি নেয়া হয়নি।

তারা জিজ্ঞেস করা হলে জানিয়েছেন মামলা করবে না। তাই এ ঘটনায় আমরা একটি অপমৃত্যুর মামলা দায়ের করছি।