নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪

বন্দরে সন্ত্রাসী হামলায় বৃদ্ধ আনিছ আহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫১, ২০ মার্চ ২০২৪

বন্দরে সন্ত্রাসী হামলায় বৃদ্ধ আনিছ আহত

মসজিদে নামাজ চলাকালীন সময়ে চায়ের দোকানে আড্ডা দেওয়ার নিষেধ করার জেরে বখাটেদের সন্ত্রাসী হামলায় আনিছ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ জখমের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

গত মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাতে আহত বৃদ্ধ বাদী হয়ে হামলাকারি বখাটে আরিফ, জাহাঙ্গীর, মন্টু ও বুলবুলসহ ৮ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।  যার মামলা নং-২৬(৩)২৪। 

এর আগে গত শনিবার (১৬ মার্চ) রাত ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের রস্তমপুর জামে মসজিদর সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। তবে এ সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ। 

মামলার তথ্য সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের রস্তমপুর জামে মসজিদের সামনে একই এলাকার মন্টু মিয়ার একটি চায়ের দোকান রয়েছে। নামাজ চলাকালীন সময়ে মন্টু মিয়ার দোকানে একই এলাকার দুখাই মিয়ার ছেলে জাহাঙ্গীর একই এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে ইমতিয়াজ আহমেদ বুলবুল একই এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে আশাবুদ্দিন একই এলাকার কামাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম উক্ত এলাকার ওদের মিয়ার ছেলে মঞ্জিল ও আব্দুল বাতেন মিয়ার ছেলে কাউসারসহ অজ্ঞাতনামা বখাটে যুবকরা আড্ডা দিয়ে আসছিল। 

এই ঘটনায় বৃদ্ধ আনিসসহ উল্লেখিত মসজিদের মোতাল্লিরা বখাটেদের আড্ডা দিতে  নিষেধ করিলে ওই  সময় উল্লেখিত বখাটেরা ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ আনিছ মিয়াসহ মসজিদের মোতয়াল্লীদের নানা রকম ভয়ভীতি প্রদান করাসহ প্রান নাশের হুমকি দিয়ে আসছিল।

এর ধারাবাহিকতায় গত শনিবার রাত ৮টায় উক্ত এলাকার মৃত আলী মিয়ার ছেলে বৃদ্ধ আনিছসহ মসজিদের মোতয়াল্লিরা মন্টু মিয়ার চায়ের দোকান বন্ধ করতে বললে ওই সময় উল্লেখিত বখাটেরা বৃদ্ধ আনিছকে বেদম ভাবে কুপিয়ে নগদ ৭৫০ টাকা ছিনিয়ে নেয়। 

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সাইফুল আলম পাটোয়ারী জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।