নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে পশুর খামারে হামলা, গরু লুট 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৬, ২৬ মার্চ ২০২৪

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে পশুর খামারে হামলা, গরু লুট 

রূপগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে একদল সন্ত্রাসী ব্যবসায়ীর গরুর খামারে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় খামারের দুটি গরু লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০ টায় কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় ঘটে এ ঘটনা।
গরুর খামারের মালিক মো. আজগর হোসেন জানান, তার গরুর খামারে বেশ কয়েকটি গরু লালন-পালন করে আসছেন।

স্থানীয় আবুল বাশার টুকুর নিদের্শে সন্ত্রাসী খন্দকার মনির হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. মজনু মিয়া গত কয়েকদিন ধরে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।

দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার রাতে তারাসহ ২০/২৫ জনের বাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে গরুর খামারে হামলা চালায়।

তিনি জানান, এ সময় তারা দুটি গরু লুট করে নিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে তারা খামারের দায়িত্বে নিয়োজিত রুহুল আমিনকে বেধড়ক মারধর করে।

এ ব্যাপারে আবুল আশার টুকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি মিথ্যা বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক বিষয়টি দেখবো।