নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

বন্দরে মহিলা মেম্বার বিউটিকে প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১২, ৩০ মে ২০২৪

বন্দরে মহিলা মেম্বার বিউটিকে প্রাণনাশের হুমকি

বিচার শালিস করার জের ধরে বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বারকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালি ও প্রান নাশের হুমকি ঘটনায় থানায় সাধারন  ডায়েরী  এন্ট্রি করা হয়েছে।

এ ব্যাপারে ভূক্তভোগী মহিলা মেম্বার বিউটি বেগম বাদী হয়ে গত বুধবার (২৯ মে) রাতে মিন্নত আলী, মিছির আলী সজিব, হৃদয় ও রোমানের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ জিডি এন্ট্রি করা হয়। এর আগে গত মঙ্গলবার (২৮ মে) রাত পৌনে ৯টায় ০১৯৪৫-৩৯৭৩৭৭ নাম্বার থেকে এ হুমকি দামকি দেওয়ার ঘটনাটি ঘটে। জিডি নং- ১২৪৮

জানা গেছে, গত ৬ মাস পূর্বে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিও ধরা এলাকার মিন্নত আলী সাথে স্থানীয় শাজাহান মিয়া ও তার ছেলে সাথে বিরোধ হলে সংরক্ষিত মহিলা মেম্বার বিউটি বেগমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ বিচার শালিস করে উভয়ের মধ্যে আপোষ মিমাংসা করে দেয়।

পরবর্তীতে উক্ত বিষয়ে জের ধরে গত মঙ্গলবার (২৮ মে) উল্লেখিতদের মধ্যে আবারও বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে  গত মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত পৌনে ৯টার সময় কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার দুই ছেলে মিন্নত আলী ও মিছির আলী এবং মিন্নত আলী ৩ ছেলে সজিব, হৃদয় ও রোমান ক্ষিপ্ত হয়ে মহিলা মেম্বারকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাননাশের হুমকি প্রদান করে।

এ ছাড়াও বখাটে হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিলা মেম্বার বিউটি বেগমকে হেয়প্রতিপন্ন করে বিভিন্ন কুৎসা রটাইয়া নানা ভাবে সম্মানহানীসহ বিভিন্ন ভাবে ক্ষতি সাধন করার হুমকি প্রদান করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মহিলা মেম্বারের দায়েরকৃত জিডিটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
 

সম্পর্কিত বিষয়: