
সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়ার উদ্যোগে দীর্ঘ ৩ কিলোমিটার একটি জন গুরুত্বপূর্ণ খাল খনন শুরু হয়েছে। খালটি খননের ফলে প্রাণ ফিরে পাবে অত্যন্ত ২০০ বিঘার উপরে আবাদি জমি।
রবিবার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, গ্রিন এন্ড ক্লিন সোনারগাঁ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই খাল খনন কাজ উদ্বোধন করেন।
খাল খনন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী (নারায়ণগঞ্জ ৩) প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানার রহমান, সোনারগাঁ উপজেলার ভূমি কর্মকর্তা সেগুপ্তা মেহনাজ, জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কামরুল ইসলাম, সাদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রমজান আলী, বদরুদ্দীন বদু মেম্বার, তাজুল ইসলাম মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
অনুষ্ঠানে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আমার বাবা একজন কৃষক ছিলেন, আমিও একজন প্রকৃত কৃষক কিন্তু আজ দুঃখের সহিত বলতে হচ্ছে দীর্ঘদিন যাবত চাষাবাদ করতে পারছি না কারণ হলো এখন সবগুলো জমি পানির নিচে থাকে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই খাল খনন হলে আবার চাষাবাদ শুরু হবে। কৃষকরা লাভবান হবে।
শিরাবো গ্রামের বাসিন্দা ডাক্তার আবু সাঈদ বলেন, বস্তল থেকে আমবাগ পর্যন্ত যে খালটি খনন হচ্ছে তা প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ। এই খাল খনন হলে আট গ্রামের কমপক্ষে ১০ হাজার মানুষ উপকৃত হবেন।