
শিক্ষা শুধু একটি প্রতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি একটি জাতিকে আলোকিত করার অন্যতম প্রধান মাধ্যম।
উন্নয়নশীল বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার গুণগত মান উন্নয়ন একটি জাতীয় অগ্রাধিকার-এমন উপলব্ধি থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক ড. মো. আব্দুস সালাম।
এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক ও অভিভাবকমহল।
"শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করার কৌশল" শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুস সালাম শিক্ষার গুণগত উন্নয়নে আধুনিক কৌশল ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার প্রতি আন্তরিকতা ও দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি।
এই আয়োজন নিঃসন্দেহে উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এমন কার্যকর উদ্যোগই একটি আলোকিত ও সক্ষম প্রজন্ম গঠনের পথ প্রশস্ত করে।