নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২১ মে ২০২৫

রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:০৫, ২০ মে ২০২৫

রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা শুধু একটি প্রতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি একটি জাতিকে আলোকিত করার অন্যতম প্রধান মাধ্যম।

উন্নয়নশীল বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার গুণগত মান উন্নয়ন একটি জাতীয় অগ্রাধিকার-এমন উপলব্ধি থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ মে) দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক ড. মো. আব্দুস সালাম।

এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক ও অভিভাবকমহল। 

"শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করার কৌশল" শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুস সালাম শিক্ষার গুণগত উন্নয়নে আধুনিক কৌশল ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার প্রতি আন্তরিকতা ও দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি।

এই আয়োজন নিঃসন্দেহে উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এমন কার্যকর উদ্যোগই একটি আলোকিত ও সক্ষম প্রজন্ম গঠনের পথ প্রশস্ত করে।