নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২১ মে ২০২৫

এড. বারী ভূইয়াকে লাঞ্চিত কারার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৮, ২০ মে ২০২৫

এড. বারী ভূইয়াকে লাঞ্চিত কারার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

এড. আব্দুল বারী ভূইয়াকে লাঞ্চিত কারার প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড হুমায়ুন কবির। ‎‎‎মঙ্গলবার (২০ মে)  দুপুরে আদালত পাড়ায় জেলা আইনজীবী বার ভবন সংলগ্নে আইনজীবীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‎

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে ববলেন, কোন আইনজীবীর উপর নারায়ণগঞ্জ বারে কেউ হাত তুলতে পারবে না। বারী ভূঁইয়া যে সাংবাদিক সম্মেলন করেছে। তিনি যার যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আমি প্রশাসনকে বলব তাদের বিরুদ্ধে মামলা নেয়ার জন্য। মামলা না নিলে আমরা বুঝবো পুলিশ এই সন্ত্রাসীদের সাথে জড়িত।

‎‎তিনি আরও বলেন, যতক্ষণ আমরা এই আইনজীবী সমিতিতে আছি। এখানে কোন সন্ত্রাসীরা আসতে পারবে না। কোন মাস্তানি এখানে চলবে না। মাস্তানি করলে প্রথমে প্রশাসনকে বলছি আপনারা দেখবেন। 

এসপি সাহেবকে বলছি আপনারা জনগণের টাকায় বেতন নেন, আপনাদের দায়িত্ব আপনারা নিরাপত্তা দিবেন। অন্যথায় আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা আইনের প্র্যাক্টিস করি। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা নামলে কোন সন্ত্রাসী থাকতে পারবে না।

‎‎সিনিয়র আইনজীবী এড. গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. রেজা, এডিশনাল পিপি এড.আজিজুল হক হান্টু,জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. আজিজ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.আলম খান, নারী শিশু পিপি এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী এড. আবদুস সামাদ মোল্লা, এডিশনাল পিপি ওমর ফারুক নয়ন, এড. হামিদা আক্তার, এড. আক্তার হোসেন, এড. আশরাফুল সহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ।