নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩০ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে সেমাই প্রস্তুতকারী কারখানায় অভিযান, জরিমানা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৯, ২০ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে সেমাই প্রস্তুতকারী কারখানায় অভিযান, জরিমানা  

সিদ্ধিরগঞ্জে একটি সেমাই কারখানায় চালিয়েছেন জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে একটি সেমাই প্রস্ততকারী কারখানাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির জানান, অভিযানকালে কারখানাটিতে খাদ্য প্রক্রিয়াকরণে অপরিচ্ছন্ন ও অনুপযুক্ত পরিবেশ, বৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা দেখা দেওয়ায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯-এর ৪৩ ধারা অনুযায়ী পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও সঙ্গে সঙ্গে আদায় করা হয়।

তিনি আরও জানান, এ অভিযান নাগরিকদের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতকরণে জেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।