
বন্দরে একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার তুলা ও কাচামাল ভস্মীভুত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৮টায় বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের লক্ষণখোলা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ও কাঁচপুর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বন্দরের লক্ষণখোলা এলাকার রাসেল রোটর এন্ড স্পিনিং মিল নামে একটি তুলা ফ্যাক্টরিতে আগুন লাগে। মুহূর্তে আগুন সারা কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ওই কারখানার দুটি গুদামের একটির সম্পূর্ণ ও অপর গুদামের আংশিক তুলা ভস্মীভূত হয়।
বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ।
ফায়ার সার্ভিস কর্মীরা কারখানার প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধারে সক্ষম হয় । অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা বলে মালিকপক্ষ দাবি করেছেন।