নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২১ মে ২০২৫

মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রণে সোনাগাঁয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৯, ২০ মে ২০২৫

মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রণে সোনাগাঁয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর

মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রেণ আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নায়াণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর।  

মঙ্গলবার (২০ মে) পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক জনাব সৈয়দ ফরহাদ হোসেন এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত টীম বভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর উপপরিচালক জনাব সৈদয় আহমেদ কবির এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ ও সহকারী পরিচালক জনাব মো: মোবারক হোসেন।

এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিল্প-কারখানা সমূহের উদ্যোক্তা কর্তৃক পরিবেশ সংক্রান্ত আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করা এবং দূষণ নিয়ন্ত্রণে তাদের সক্ষমতা পর্যালোচনা করা। 

এ সময় চৈতি কম্পোজিট মিলস লি: এবং বসুন্ধরা পেপার মিলন লি: ইউনিট-০১ এর ইটিপি’র আউটলেট থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়।

পরিদর্শনের সময় কারখানা সমূহের সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ও পানি দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইটিপি’র কার্যকারিতা সরেজমিনে পরীক্ষা করা হয় এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব সৈয়দ আহমেদ কবির বলেন, “শিল্পউন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আমরা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এটি নিশ্চিত করতে কাজ করছি।

এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের, পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) সৈয়দ ফরহাদ হোসেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে। 
 

সম্পর্কিত বিষয়: