নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

৩০ মে ২০২৫

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২৬, ২৮ মে ২০২৫

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৪ কোটি ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া এ বাজেট ঘোষণা করেন।

এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৮ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- ইউপি সদস্য তপন কুমার ঘোষ, জামাল উদ্দিন মিয়া, রফিকুল ইসলাম ভুঁইয়া, বাচ্চু ভুঁইয়া, মোফাজ্জল হোসেন খোকন, আক্তার হোসেন, নুরুল ইসলাম, নাঈমভুঁইয়া, সাংবাদিক মো. হানিফ মোল্লা,নুর জাহান বেগম, শিল্পী আক্তার, গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক মোল্লা সহ আরো অনেকে।

বাজেটে যোগযোগ খাত, শিক্ষা, স্বাস্থ্য, পয়:নিষ্কাশন ও বজ্র ব্যবস্থাপনায় বেশি বরাদ্দ রাখা হয়েছে। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এ বছর ইউনিয়ন পরিষদের কোনো ধরণের কর বৃদ্ধি করা হয়নি।