
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতের ঘটনায় দায়ের করা ৯টি মামলার আসামি আওয়ামীলীগ নেত্রী সেই চম্মা ভুইয়ার ভাই মো. খোকন ওরফে এল এক্স খোকন (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে চম্পা ভুইয়া একটি ফ্ল্যাটে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে কেক কেটে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল এল এক্স খোকন।
তাকে গ্রেপ্তারের বিষয়টি শনিবার দিবাগত রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ শাহিনুর আলম। এরআগে বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন ওরফে এল এক্স খোকন সিদ্ধিগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মো. আলীর ছেলে।
পুলিশ জানায়, খোকন ওরফে এল এক্স খোকন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৪টি হত্যা ও ৫টি হত্যার চেষ্টার মামলার আসামী। সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মহিলা যুবলীগ নেত্রী চম্পা ভূইয়ার ভাই এবং যুবলীগ নেতা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সিদ্ধিগঞ্জের মিজমিজি এলাকা থেকে খোকন ওরফে এল এক্স খোকনকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলা রয়েছে বলে জানান তিনি।