নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৫ জুলাই ২০২৫

বন্দরে মুছাপুর ইউনিয়ন যুবলীগ নেতা শামীম গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৩, ২৩ জুলাই ২০২৫

বন্দরে মুছাপুর ইউনিয়ন যুবলীগ নেতা শামীম গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় নিরস্ত্র আন্দোলনকারীদের উপর নির্বিচারে হামলা চালানোর একাধিক মামলার আসামী মুছাপুর ইউনিয়ণ যুবলীগ নেতা শামীম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধৃত শামীম মিয়া বন্দর উপজেলা মুছাপুর ইউনিয়নের আবুল বাশার মিয়ার ছেলে। সে মুছাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিল। এবং বন্দর উপজেলা আ'লীগের সহ সভাপতি ও মদনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী এমএ সালামের লোক ছিল।

ধৃত যুবলীগ নেতা শামীম মিয়াকে গ্রেফতার নিশ্চিৎ করেছেন বন্দর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  লিয়াকত আলী। ওসি জানান,মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল বৃহস্পতিবার একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

তথ্যসুত্রে জানা গেছে,মুছাপুর ইউনিয়নের যুবলীগ নেতা শামীম মিয়া নিজেকে বিএনপি নেতা দাবী করে এলাকায় প্রভাব বিস্তার করছিল। সে বিগত সরকারের আমলেও নাশকতা মামলার আসামী ছিল বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়: