নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩০ জুলাই ২০২৫

প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত:২১:২৭, ২৯ জুলাই ২০২৫

প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত

সোমবার (২৮ জুলাই) রাতে নারায়ণগঞ্জ টাইমসে "সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজির টার্গেট মাসে কোটি টাকা" শিরোনামে প্রকাশিত সংবাদে ভিন্নমত প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক মো: সহিদুর রহমান স্বপন।  

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ টাইমসে পাঠানো প্রতিবাদ লিপিতে তিনি বলেন, "সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজির টার্গেট মাসে কোটি টাকা" শিরোনামে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটিতে আনীত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহল আমাকে বিতর্কিত করতে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। আমি পৈতৃক সূত্রে সোনারগাঁয়ের স্থায়ী বাসিন্দা এবং বংশ পরম্পরায় এখানে ব্যবসা-বাণিজ্য করে আসছি।

এখানে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক একটা সম্মানজনক অবস্থান রয়েছে। আমি বা আমার পরিবারের কেউ কখনো চাঁদাবাজি বা অন্যায় কোনো কাজের সাথে জড়িত ছিলাম না।

৫ আগস্ট পরবর্তী সময়ে একটি চক্র সোনারগাঁয়ে দখল এবং চাঁদাবাজির চেষ্টা চালালে আমরা সুধী সমাজকে সাথে নিয়ে এর প্রতিবাদ জানিয়েছি এবং প্রতিরোধের চেষ্টা করেছি। তাই সেই সুবিধাবাদী চক্র আমাদেরকে বিতর্কিত করতে গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করেছে।

আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সোনারগাঁয়ে কারা চাঁদাবাজি করছে, কারা অন্যের জমি দখল করছে, তার প্রকৃত তথ্য সম্বলিত একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করুন। তাহলে প্রকৃত চাঁদাবাজদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে।

যারা আমাকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ মিথ্যা ষড়যন্ত্র করেছে আমি তাদের উপযুক্ত শাস্তি চাই এবং এ লক্ষ্যে সাংবাদিক ভাইদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।