
নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিন ব্যাপী শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা,বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল ও মনির হোসেন খান। চতুর্থ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা মোট ২৬ টি প্রজেক্ট মেলায় উপস্থাপন করেন।
এসব প্রজেক্টের মধ্যে ছিল সৌর বিদ্যুত উৎপাদন, আধুনিক নগর ব্যবস্থাপনা,গ্রামীন কৃষি ব্যবস্হাপনার উন্নয়নে সেচ ব্যবস্থাপনা,গ্যাস,বিদ্যুৎ,পানি অপচয় রোধে আধুনিক ব্যবস্থাপনা পরিকল্পনা ও উদ্ভাবন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহন।