নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩০ জুলাই ২০২৫

বন্দরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৫, ২৯ জুলাই ২০২৫

বন্দরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার  

বন্দরে পৃথক অভিযানে ১৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার পূর্ব কুশিয়ারা এলাকার রবিউল মিয়ার ছেলে পায়েল (৩১) ফতুল্লা থানার জালকুড়ি এলাকার ওমর চাঁদ মিয়ার ছেলে আলম (৩৩) ও একই থানার তল্লা এলাকার আল আমিন মিয়ার ছেলে বাহাদুর (৪২) বন্দর থানার রুপালী আবাসিক এলাকার এমদাদ মিয়ার ছেলে পাভের (২৬) ও সালেনগর এলাকার মৃত শফিউদ্দিন মিয়ার ছেলে ফয়সাল ওরফে গাড়ী ফয়সাল (২৩)। 

বন্দরে পৃথক স্থান থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে ৩টি মামলা রুজু করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

এর আগে গত সোমবার (২৮ জুলাই) রাতে বন্দর থানার কুশিয়ারা, রুপালী ও সালেনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বন্দর থানার এসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে ১৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী পায়েল, আলম ও বাহাদুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

অপর দিকে বন্দর ফাঁড়ি উপ পরিদর্শক আরিফ তালুকদারসহ সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সালেনগর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদত কারবারি ফয়সাল ওরফে গাড়ী ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ ছাড়াও বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলীসহ সঙ্গীয় ফোর্স একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুপালী এলাকায় অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা পাভেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 
 

সম্পর্কিত বিষয়: