নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৩ জুলাই ২০২৫

বিদ্যানিকেতন হাই স্কুলে মাইলষ্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের স্বরণ সভা ও দোয়া  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৫, ২২ জুলাই ২০২৫

বিদ্যানিকেতন হাই স্কুলে মাইলষ্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের স্বরণ সভা ও দোয়া  

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাইলষ্টোন হাই স্কুল এন্ড কলেজে দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দেওভোগ ভুইয়ারবাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

মঙ্গলবার সকালে স্কুলের মাঠে ছাত্র,শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে নিহতদের আত্নার মাগফিরাত কামনা করে শোক দিবসের অনুষ্ঠান শুরু করে। পরে স্কুলের শিক্ষার্থীরা কোরান তেলোয়াত ও গীতা পাঠ করে। 

এরপর বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, মনির হোসেন খান, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। 

পরে নিহতদের আত্নার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়। এসময় শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা মাইলষ্টোন স্কুলের দুর্ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করে নিহত ও আহতদের ক্ষতিপুরন প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান।