নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ জুলাই ২০২৫

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে  বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২০, ২৪ জুলাই ২০২৫

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে  বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই দিনব্যাপী ‘৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা - ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ জুলাই গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে এ মেলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাশফাকুর রহমান। মেলার উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা।

মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন: অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট, অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, আইসিটি বিভাগ, বুয়েট, অধ্যাপক ড. ফারজানা আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর, অঋঊঅঐজউ ও ইউনিসেফ লিডারশিপ প্রোগ্রামের ট্রেইনার, অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।

মেলায় প্রথম স্থান অর্জন করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল। দ্বিতীয় স্থান অধিকার করে এম.এ. স্বপন ইসলামিক মডেল স্কুল, যারা ঝসধৎঃ ঝপযড়ড়ষ ও ঝঃঁফবহঃ অংংরংঃধহঃ অও জঙইঙঞ শীর্ষক দুটি প্রকল্প উপস্থাপন করে।

এই প্রকল্পগুলোর নেতৃত্ব দেন বিজ্ঞান শিক্ষক মুহাম্মদ আল-আমিন। ছয় সদস্যের দলের নেতৃত্বে ছিলেন মো: তাসফিক আহমেদ, অন্য সদস্যরা হলেন রাইয়ান শেখ, ঈশান মাহমুদ, ইয়ামিন হোসেন, মো: তামিম ও সালমান আহমেদ সিয়াম।

প্রতিষ্ঠানটির সভাপতি এস.এম. আসলাম এবং প্রধান শিক্ষক জনাব ফরিদুল ইসলাম প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।