নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৩ জুলাই ২০২৫

মাইলস্টোনে নিহতদের স্বরণে সোনারগাঁয়ে দোয়া ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪০, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোনে নিহতদের স্বরণে সোনারগাঁয়ে দোয়া ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনায় বিদ্যালয়টির ৩১ জন নিহতের স্বরণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিলাদ ও দোয়া মাহফিল ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) সকালে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গঙ্গাবাসী অডিটরিয়ামে এ দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভণিংবডির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গভর্ণিংবডির সদস্য মো.মোরছালিন, সোনারগাঁ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল হোসেন, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, জানে আলম দিপু, সহকারী প্রধান শিক্ষক এখলাছুর রহমান, কৃতি শিক্ষার্থী  মেহনাজ আক্তার মীম, মো. মুছা, মো. মৃদুল হাসনাত মিরাজ, ফাবিহা জাহান ও নাবিলা আক্তার। 

অনুষ্ঠান শেষে সোনারগাঁয়ের ২৬টি মাধ্যমিক স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ২০৩ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।