
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক এসএম আসলামের আটকাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি।
শনিবার (৯ আগষ্ট) বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের প্যাডে সংগঠনের সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে শ্রমিক নেতা এসএম আসলামকে অন্যায়ভাবে গ্রেফতার, আটকাদেশের প্রতিবাদ, নিন্দা ও মুক্তিদাবী জানানো হয়।
সংগঠনের সভাপতি হাজী মোঃ শাহজাহান ভূইয়া এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা গনমাধ্যমে প্রেরিত বিবৃতিতে উল্লেখ করেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগররের আহবায়ক এস.এম আসলামকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক গত ০৭.০৮.২০২৫ইং তারিখ অন্যায়ভাবে আটকাদেশ দেয় এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নানা সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। আমরা এহেন অন্যায়ভাবে একজন শ্রমিক নেতাকে মিথ্যা অপবাদে, হেনস্তা, অপমান এবং অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।
আমরা তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে রেহাই দিয়ে তার আটাকাদেশ প্রতাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। অন্যথায় আসলামের মুক্তির জন্য ট্যাংকলরী শ্রমিকরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগ গত বুধবার রাতে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য তাকে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে সোপর্দ করা হয়।
“জেলা ম্যাজিস্ট্রেট তাকেসহ আরো একজনকে ৩০ দিনের আটক আদেশ দিলে কারাগারে প্রেরণ করা হয়”। বর্তমানে তিনি কারাগারে ডিটেনশনে রয়েছেন।