নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫

নির্বাচন এদেশের মানুষের মুক্তি এবং কল্যাণের পথ নয় : মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৭, ২৮ আগস্ট ২০২৫

নির্বাচন এদেশের মানুষের মুক্তি এবং কল্যাণের পথ নয় : মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক সংকটকাল। কেউ মনে করে সুষ্ঠু নির্বাচন হলেই বাংলাদেশের সংকট দূর হবে। কেউ মনে করে পরিবর্তন।

এখন পেক্ষাপট হল ভালো একটা নির্বাচন চাই। একটা ভালো নির্বাচন, গ্রহনযোগ্য নির্বাচন মানেই আমাদের সমস্ত সমস্যা সমাধান হওয়া। আসলে এই দর্শনটা আদো ঠিক না, এটা ভুল দর্শন।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড গ্রীন গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, এ দেশে কি সুষ্ঠু নির্বাচন হয়নি। ৭০ তো নির্বাচন হয়েছিল। সে নির্বাচন তো সুষ্ঠু হয়েছিল। পাকিস্তান সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরেও সে নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন তুলে নাই। এদেশে ৮১ তে সুষ্ঠু নির্বাচন হয়েছে।

যে নির্বাচনে কেউ প্রশ্ন তুলেনি। ৯১ সনের নির্বাচন নিয়েও কেউ প্রশ্ন তুলেনি। ৯৬ সালেও নির্বাচন হয়েছে। সে নির্বাচনও সুষ্ঠু হয়েছে। ২০০১ এ ভালো নির্বাচন হয়েছে। এমন তো কেউ প্রশ্ন তুলেনি যে দিনের ভোট রাতে হয়েছে।

কিন্তু ৭৩’র নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল যেখানে ২৯৩ টি সিট পেয়েছিল আওয়ামীলীগ। এরপরে বিএনপির আমলে ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। আন্দোলনের মুখে তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

তেমনি ২০০১ সালেও সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হলেও বিএনপিকে আন্দোলনের মুখে শেষমেষ ক্ষমতা ছাড়তে হয়েছে। নির্বাচন এদেশের মানুষের মুক্তি এবং কল্যাণের পথ নয়।

নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের মুহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী।

বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. মুহাম্মদ দ্বীন ইসলাম, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা উপদেষ্টা হাফেজ মাও. মজিবুর রহমান, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ যুবায়ের হোসাইন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ প্রার্থী মুফতী ইমদাদুল্লাহ হাশেমী, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী মুফতী হাবিবুল্লাহ হাবিব, ৩ আসনের প্রার্থী ফারুক আহমাদ মুন্সি, ৪ আসনের প্রার্থী মুহাম্মদ শফিকুল ইসলাম ও ৫ আসনের প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ।
 

সম্পর্কিত বিষয়: