
সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বের জের ধরে আপন বড় ভাইয়ের দায়েরকৃত চাঁদাবাজী মামলায় বাপ-ছেলে রয়েছে কারাগারে এবং গ্রেপ্তার এড়াতে বসতবাড়ি ছেড়ে পালিয়ে বেরাচ্ছেন স্ত্রী-কন্যা।
এতেই ক্ষান্ত হননি গুনধর বড়ভাই, নিজের আপন ছোটভাই-ভাতিজাকে জেলে পাঠিয়ে এবং ভাইয়ের স্ত্রী-কন্যাকে বাড়ি থেকে বিতারিত করে ভাংচুর করেছেন ছোটভাইয়ের নির্মাণাধীন বিল্ডিং।
এমনই এক গুরতর অভিযোগ উঠেছে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত সুখাই বেপারীর ছেলে বরকত মোল্লা (৭৫) এবং তার পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগীরা হলো, সাদেকুর রহমান সাদেক মোল্লা (৫৬), তার ছেলে সিয়াম (২১), স্ত্রী শেফালী আক্তার ও মেয়ে সিনথিয়া।
এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অন্যদিকে সৃষ্ঠি হয়েছে ক্ষোভ। এ বিষয়টি সুষ্ঠু ও নিরেপক্ষ তদন্তের করে সূষ্ঠু সুরাহার দাবি জানান এলাকাবাসী।
ভুক্তভোগী সাদেকুর রহমানের স্ত্রী শেফালী আক্তার বলেন, পৈত্রিক বসতভিটা নিয়ে আমার স্বামীর সাথে তার বড়ভাই বরকত মোল্লার মধ্যে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আদালতে দেওয়ানী মামলা-মোকদ্দমা চলামান রয়েছে।
এ নিয়ে গত ২১ আগষ্ট রোজ বৃহস্পতিবার এলাকার গন্যমান্য ব্যক্তিরা দুই ভাইয়ের দ্বন্দ্ব নিরসণে শালিসি করে মীমাংসা পর্যায়ে নিয়ে যায়।
কিন্তু ২৪ আগষ্ট রবিবার দিবাগত রাতে আমার ভাসুর বরকত মোল্লা গং মিথ্যা চাঁদাবাজী মামলা দিয়ে আমার স্বামী এবং আমার ছেলেকে পুলিশে ধরিয়ে দেয়। বর্তমানে তারা নারায়ণগঞ্জ জেলা কারাগারে রয়েছে। ওই মামলায় আমি এবং আমার মেয়েও আসামি।
আমরাও মা মেয়ে পালিয়ে বেরাচ্ছি। তারা আমার স্বামী এবং ছেলেকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর ২৬ আগস্ট মঙ্গলবার বরকত মোল্লা তার লোকজন নিয়ে আমাদের নির্মাণাধীন বিল্ডিংটি ভেঙ্গে ফেলে। এতে আমাদের অন্তত ৬/৭ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
শেফালী আক্তার আরো বলেন, আমার ভাসুর বরকত মোল্লার এক ছেলে উকিল হওয়ায় মিথ্যা মামলা দিয়ে আমার স্বামী এবং সন্তানকে সারাজীবন কারাগারে রাখবে বলেও হুমকি দিয়ে আসছে। তারা আমাদের বিরুদ্ধে আরো একাধিক মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে।
আমার স্বামী তার বড়ভাই বরকত মোল্লার কাছে পৈত্রিক সম্পত্তির হিসাব চাওয়ায় দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ইতিমধ্যে বরকত মোল্লা তার প্রাপ্য সম্পত্তির অতিরিক্ত জবর দখল করে রেখেছে এবং আমার স্বামীসহ আমাদেরকে হয়রানী করছে।
আমরা জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে বরকত মোল্লার জুলুম থেকে আমাদেরকে রক্ষা করে, এ দাবি জানাচ্ছি।