নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার 

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বন্দরে ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাসুদ ওরফে মাছুম (৫০) ও  যুবলীগ নেতা বাপ্পি (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত বসির মিয়ার ছেলে  আওয়ামীলীগ নেতা মাসুদ  ও একই থানার নবীগঞ্জ এলাকার মাজাহারুল ইসলামের ছেলে  যুবলীগ নেতা বাপ্পী। 

গ্রেপ্তারকৃতদের মধ্য আ'লীগ নেতা মাসুদকে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় ও যুবলীগ নেতা বাপ্পিকে ৩(১১)২৪নং মামলায় শনিবার   (১৩ সেপ্টম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার  (১২ সেপ্টম্বর) রাতে বন্দর থানার পৃথক স্থানে  অভিযান চালিয়ে এদেরকে  গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ'লীগ ও যুবলীগ নেতাদের সাথে যোগসাজসে ধৃত আ'লীগ নেতা মাসুদ সন্ত্রাসী হামলা চালায়।

অপরদিকে বন্দর শাহীমসজিদ বৈষম্যবিরেধী আন্দোলনরত ছাত্রদের পানি খাওয়ানোর অপরাধে আ'লীগ সন্ত্রাসীদের সাথে  যুবলীগ নেতা বাপ্পি একটি গ্যারেজে সন্ত্রাসী হামলা চালায়।


বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, বন্দরে 'অপরেশন ডেভিল হান্ট' অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের পৃথক ২টি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।