নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫

বন্দরে যুবলীগ কর্মী ইমরান গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে যুবলীগ কর্মী ইমরান গ্রেপ্তার 

অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দরে যুবলীগ কর্মী ইমরান (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী ইমরান বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের স্বল্পেরচক এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪ (৮)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার স্বল্পেরচক   এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার ইসলামী আন্দোলন সমর্থক জাহিদ আলআমিন প্রকাশ বুলবুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের খাবার সরবারাহ করে আসছিল।

এর জের ধরে গত ২২ জুলাই ২০২৪ ইং রাত সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী ইমরানসহ আ'লীগ সমর্থিতরা বন্দর শাহীমসজিদস্থ একটি অটোরিক্সা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৩ টি অটোরিক্সা ও চার্জার ও ১টি টেলিভিশন  লুটপাট করে নিয়ে। পুলিশ জানিয়েছে, এ ছাড়াও তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট রয়েছে।