
“Tourism and Sustainable Transformation” প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে থেকে ট্যুরিস্ট পুলিশ সোনারগাঁয়ের আয়োজনে শীর্ষক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান শিক্ষানবিশ আইনজীবী এডভোকেট নাদিরা আক্তার নিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) কাজী মাহবুবুল আলম। প্রধান আলোচক ছিলেন টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার জনাব নিহাদ আদনান তাহিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার, টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ দেলেয়ার হোসেন,নারায়ণগঞ্জ ফয়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ ওসমান গনি(পিএফএম),বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার মোক্তার হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই পর্যটন পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মাদক, ধূমপান ও যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।