
সোনারগাঁয়ে ÒWorld Without Wars and Violence” (যুদ্ধ ও সহিংসতামুক্ত বিশ্ব গঠনের আহ্বান) শীর্ষক কর্মসূচির মাধ্যমে উদযাপিত হলো আন্তর্জাতিক অহিংসা দিবস।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে হিউম্যানিস্ট সোসাইটি বাংলাদেশ এবং দ্য কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সার্বিক সহোযোগিতায় ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
হিউম্যানিস্ট সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের আন্তর্জাতিক সমন্বয়ক এ কে এম শামসুদ্দোহা পাটোয়ারি, বাংলাদেশ চ্যাপ্টার বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম জসিম, নির্বাহী কমিটির সমন্বয়ক আইয়ুব আনসারী, শফিকুল ইসলাম কানু (গেরিলা কমান্ডার), মিজানুর রহমান পাশা, মমতাজ উদ্দিন খোকন (নির্মিষ্ঠ সদস্যবৃন্দ) ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মনির হোসেন প্রমুখ।
দিবসটি উপলক্ষে পানাম সিটিতে গাছ লাগানো, শান্তির বার্তা প্রচার ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান বিশ্বে সহিংসতা, যুদ্ধ ও বিভেদের পরিবর্তে মানবতা, ভালোবাসা ও শান্তির চেতনা ছড়িয়ে দিতে হবে। অহিংসাই হতে পারে মানবতার সত্যিকার পথ।”
এ সময় আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, সমাজের প্রতিটি স্তরে শান্তি ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ার।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. আতাউর রহমান ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তিনি যুদ্ধাবস্থায় ক্ষতিগ্রস্তদের দ্রæত পুনর্বাসন ও শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের কঠোর সমাধানের আহ্বান।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করেন।