নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫

মুছাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩০, ৫ অক্টোবর ২০২৫

মুছাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আটক

মুছাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেনকে আটক করেছে পুলিশ। রোববার ৫ অক্টোবর বেলা ১১টায় মুছাপুর দরগার সামনে থেকে তাকে আটক করে কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক রেজাউল করিম।

আটককৃত মোক্তার হোসেন মুছাপুর এলাকার শেরু মিয়া ছেলে। সে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সংগঠিত হওয়া বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে দায়ের হওয়া একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি বলে জানিয়েছেন এলাকাবাসী।

পুুলিশ জানায়, মোক্তার হোসেনকে আটক করা হয়েছে। আমাদের ওসি সাহেব বাইরে রয়েছেন তিনি থানায় আসলে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী মোক্তার হোসেনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।