
নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়। কেবল নারীদের অধিকার নিশ্চিত করেই টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
শনিবার সকালে সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার।
আল মুজাহিদ মল্লিক আরও বলেন,“রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আমরা মানবসেবায় বিশ্বাসী; ব্যক্তিগত উদ্যোগে আমি সবসময় অসহায় ও দুস্থদের পাশে থাকার চেষ্টা করি।”
তিনি আরও বলেন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। জেল-জুলুমের মুখেও তিনি জনগণের অধিকার রক্ষায় অবিচল ছিলেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে বিশ্বাসী সৈনিক। বিএনপি ক্ষমতায় এলে কেউ আর অন্যায়ভাবে নির্যাতনের শিকার হবে না।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৈঠকে প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নারীদের মাঝে বিএনপি’র ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয় এবং প্রতিটি দফা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।