নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪

বন্দরে বিভিন্ন গ্রামে বসছে জুয়ার আসর  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:০৭, ২১ জানুয়ারি ২০২২

বন্দরে বিভিন্ন গ্রামে বসছে জুয়ার আসর  

বন্দর উপজেলার বিভিন্ন গ্রামে বসছে জুয়ার আসর। কৃষক, শ্রমিক, ছাত্র, তরুনসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীরা জড়িয়ে পরছে এ জুয়ায়। প্রতিটি জুয়ার আসরে উড়ছে হাজার হাজার টাকা। মাদকের মত জুয়ার ছোবল এখন বন্দরে সর্বত্র স্থানে। এ খেলা খেলে নিঃস্ব হয়ে পড়েছে অনেকে। সৃষ্টি হচ্ছে পারিবারিক অশান্তি। 


জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের শুভকরদী, আলীসারদী, কলাগাছিয়া বাজার, মহনপুর, মিয়ারবাগ, জেলেপাড়া, বুরুন্দী,  হাজীপুর, কল্যান্দী, আদমপুর, রস্তমপুর, সাবদী। বন্দর ইউনিয়ন পরিষদের বন্দর কলাবাগ, পুরান বন্দর চৌধূরী বাড়ী, কুশিয়ারা, তিনগাও, পদুঘর, ওলাক, বিবিজোড়া।

 

ধামগড় ইউনিয়ন পরিষদের, নয়ামাটি, ভাংতি, মালিভিটা। মুছাপুর ইউনিয়ন পরিষদেরে পিচ কামতাল, লাঙ্গলবন্ধ, মদনপুর  ইউনিয়ন পরিষদের, চিড়াই পাড়া, মুরাদপুর, দেওয়ানবাগ, ফুলহর এলাকাসহ বিভিন্ন গ্রামে চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর।

 

এ ব্যাপারে বন্দরের বাসিন্দা আনিছ জানায়, উল্লেখিত এলাকায় জুয়ার আসর জমে উঠার কারনে বন্দরে আইন শৃঙ্খলা মারত্নকভাবে অবনতি ঘটছে। জুয়া খেলায় হারজিত নিয়ে প্রতিদিন উল্ল্যেখিত এলাকায় জুয়ারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

 

এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানার অফিসার ইনর্চাজ এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বন্দর উপজেলার সচেতন জনগন।

সম্পর্কিত বিষয়: