নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬

বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৬, ১১ জানুয়ারি ২০২৬

বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল বাণিজ্য মেলা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শিশুদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলো রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫)।

বিষয়টি নিশ্চিত করে  রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মোকতার হোসেন বলেন, মেলায় আঙ্গিনায় ঘুরাঘুরি করতে দেখা গেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা একেক সময় একেক ঠিকানা বলায় তাদের প্রকৃত পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। 

তবে শিশুরা জানান, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান। তারা কুর্মিটোলা রেলস্টেশন এলাকায় থাকেন।

পরে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব গ্রহণ করে।

সম্পর্কিত বিষয়: