নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট হাবিুবর ও তার সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৮, ৬ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট হাবিুবর ও তার সহযোগী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকাসহ মাদক সম্রাট হাবিবুর রহমান (৩৯) ও তার সহযোগী ইয়াছিন (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।

এরআগে সোমবার (৫ মে) দিবাগত রাত সোয়া ১০ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর বটতলা বেইলী ব্রীজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান।

গ্রেপ্তারকৃত মো. হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার এন্তাজ মিয়ার ছেলে এবং মো. ইয়াছিন গাজীপুর জেলার শ্রীপুর থানার গুচ্ছগ্রাম এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানায়, গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে ২১টি মাদক মামলা রয়েছে।  সে মাদক সম্রাট হিসেবে সিদ্ধিরগঞ্জে চিহ্নিত। তাদেরকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।