নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫

বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল হোসেন এর পরিবারের খোঁজখবর নিলে মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০২, ৭ জুলাই ২০২৫

বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল হোসেন এর পরিবারের খোঁজখবর নিলে মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল হোসেন এর পরিবারের সদস্যদের সদস্য পদ নবায়ন ও খোঁজখবর নিতে সোমবার বিকেলে তাঁর সিদ্ধিরগঞ্জের বাসভবনে যান জেলা বিএনপি'র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এ সময় মরহুমের স্ত্রী জেলা মহিলা দলের সাবেক সভাপতি মোসলেহা কামাল ও তার ছেলে মাজহারুল ইসলাম অধ্যাপক মামুন মাহমুদকে স্বাগত জানান।

মোসলেহা কামাল জানান, অধ্যাপক মামুন মাহমুদের এধরনের সৌজন্যতায় আনন্দিত এবং সম্মানিত হয়েছেন তারা।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান সাহেব দলের প্রতিটি নেতাকর্মীর সম্মান এবং মর্যাদা রক্ষায় নানা ভাবে কাজ করে যাচ্ছেন। 

তারেক রহমানের প্রেরণায়ই বিএনপি'র জন্য যাদের ত্যাগ ছিল তাদের সম্মান জানানোর তাগিদ থেকে  আমরা তাদের বাসায় ছুটে যাচ্ছি। তাদের খোঁজখবর নিচ্ছি এবং এই ধারা অব্যাহত থাকবে।