নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত:১৭:৫০, ১০ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩০ লাখ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জিহাদুল ইসলাম (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ পাইনাদি নতুন মহল্লায় শাপলা চত্বর সংলগ্ন মায়া টি-স্টোরের সামনে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত জিহাদুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা পিএমএ-এর মোড়ের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত জিহাদুল ইসলাম বড় মাপের মাদক ডিলার। সে দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক বিক্রেতাদের কাছে পাইকারিভাবে মাদক বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

তিনি আরও বলেন, মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।