নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৮, ১১ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৩

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামী এবং ধর্ষণ চেষ্টার আসামীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে পৃথক দুটি মামলায় ৪০০ গ্রাম গাঁজাসহ ৩ জন এবং ২৫ পিস ইয়াবাসহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এলাকায় চাঞ্চল্যকর একটি ধর্ষণ চেষ্টার মামলায় ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে একটি চুরির মামলার আসামীসহ আদালতের জিআর পরোয়ানাভুক্ত ৩ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ২ জন আসামী রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত মোট ১৩ জন আসামীকেই যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: