
সোনারগাঁয়ের মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সোনারগাঁ পৌরসভা শাখা।
শুক্রবার দুপুরে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাঁতীদল সোনারগাঁ পৌরসভা শাখার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল।
বিশেষ অতিথি ছিলেন তাঁতীদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির।
এ সময় স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, স্বেচ্ছাসেবক দল সোনারগাঁ থানা শাখার সাবেক ১ম যুগ্ম-আহবায়ক হাজী রুহুল আমিন, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু, তাঁতী দল নেতা শাহানাজ বেগম, শাহীন মিয়া, ছাত্রদল সোনারগাঁ সরকারী কলেজ শাখার সভাপতি আমিনুল ইসলাম প্রধান, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবক দল নোয়াগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া, সানান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, আল আমিন অভি, সোহেল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বৈদ্যেরবাজার জামে মসজিদের ইমাম হাফেজ ক্কারী মাহমুদ উল্লাহ বেগম খালেদ জিয়ার সুস্থ্যতা কামনা, ৭১ এর মুক্তিযুদ্ধের শহীদ, ৯০ এর গণআন্দোলন ও ২৪ এর গনঅভ্যুত্থানের শহীদরে রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।