সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের (৪৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে গোদনাইল ডাচবাংলা পাওয়ার প্লান্টের সামনে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কাঁচপুর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মাবুদ বলেন, পাওয়ার প্লান্টের সামনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত হয়নি। প্রায় গলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ১০ থেকে ১৫ দিন আগে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ইতোমধ্যে মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রায়ই শীতলক্ষ্যা নদীতে মরদেহ ভেসে আসতে দেখা যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রতিবারই পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হলেও অনেক ক্ষেত্রেই অজ্ঞাত থেকে যায়।


































