নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে কম্প্রেসার বিস্ফোরনে দগ্ধ ১ মাস বয়সী শিশুর মৃত্যু  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৩, ২৪ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে কম্প্রেসার বিস্ফোরনে দগ্ধ ১ মাস বয়সী শিশুর মৃত্যু  

সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দগ্ধ এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন মারা গেছে।

রোববার (২৪ আগষ্ট) সকাল ৭টা ৫০মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইমামের বাবা হাসান (৩৫) ও তাঁর স্ত্রীর বড় বোন আসমা (৩০) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। বাকি পাঁচজন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি আছেন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে শিশুদের শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাঁদের অবস্থা বেশি সংকটাপন্ন।

চিকিৎসক ও দগ্ধ ব্যক্তিদের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সবার শরীরের ৩০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া তানজিল ইসলামের মেয়ে তিশা (১৭) ও ছেলে আরাফাত (১৫) ব্যান্ডেজে মোড়া শরীর নিয়ে কাতরাচ্ছে। দগ্ধ হাসানের পরিবারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর স্ত্রী সালমা (৩২), ৪ বছরের মেয়ে জান্নাত ও ১১ বছরের মুনতাহার শরীরও দগ্ধ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘দগ্ধ আট রোগীর মধ্যে এক মাসের শিশু ইমাম উদ্দিনের মৃত্যু হয়েছে। হাসান ও আসমা আইসিইউতে আছেন। বাকিরা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন। একজন বাদে সবার অবস্থা গুরুতর। আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

উল্লেখ্য, শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকার একটি টিনশেড ঘরে এ বিস্ফোরণ ঘটে। সেখানে পাশাপাশি দুটি কক্ষে বসবাস করতেন আসমা ও সালমা নামের দুই বোন এবং তাদের স্বামী-সন্তানরা। বিস্ফোরণের পর আগুনে পুড়ে দুই পরিবারের নয়জন দগ্ধ হন।