
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত মাদক কারবারি সাইফুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পাগলা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তারকৃত সাইফুল জামালপুর সদর থানার হামিদ পুর গ্রামের লুৎফুল্লাহ স্বপন মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া পাগলা বাড়ীর করিমের বাড়ির বারাটিয়া।
ওসি মোহাম্মদ শাহীনূর আলম বলেন, সাইফুল পেশাদার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।