নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তা পরিচয়ে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২৪, ২৩ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তা পরিচয়ে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে ফয়সাল আহম্মেদ (৩৪) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) ভোরে আড়াই হাজার থানার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকার আলমের বাড়ির দোতলা থেকে তাকে আটক করা হয়। আটকের পর ভুক্তভোগী ওই নারী তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালাতে প্রেরষ করেছে। 

গ্রেপ্তারকৃত ফয়সাল নরসিংদী জেলার মাধবদী থানার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিতেন এবং ভুয়া আইডি কার্ড ব্যবহার করে প্রতারণা চালাতেন। 

ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, প্রায় এক বছর আগে তিনি সিদ্ধিরগঞ্জে বাগমারা এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে গেলে ফয়সালের সঙ্গে পরিচয় হয়। তখন ফয়সাল নিজেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত সেনা কর্মকর্তা দাবি করে এবং একটি সেনাবাহিনীর পরিচয়পত্র দেখিয়ে তার বিশ্বাস অর্জন করে।

পরবর্তীতে ভুয়া পরিচয়ের আড়ালে ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন করে। চলতি মাসের ৯ আগস্ট তিনি ওই নারীর কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে ময়মনসিংহে নিয়ে যান এবং সেখানে ভাড়া বাসায় জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর কক্সবাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে বারবার তাকে নির্যাতন করা হয়।

ভুক্তভোগী নারী একপর্যায়ে বুঝতে পারেন যে ফয়সাল সেনাবাহিনীর কেউ নন। বিষয়টি জানাজানি হওয়ার পর টাকা ফেরতের দাবি করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অবশেষে ২১ আগস্ট সকালে কৌশলে ভাইকে ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভোর রাতে অভিযান চালিয়ে নারীকে উদ্ধার ও ফয়সাল কে গ্রেপ্তার করে।

এ সময় প্রতারণায় ব্যবহৃত একটি ভুয়া সেনা আইডি কার্ড, একটি আর্মি ব্যাগপ্যাক, আর্মি রঙের টি-শার্ট এবং ২৪ হাজার টাকা উদ্ধার কওে পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায় গেছে, ফয়সাল দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রী ও অসহায় নারীদের টার্গেট করে প্রতারণার ফাঁদে ফেলতেন। এর আগে গোপালগঞ্জের এক স্কুলছাত্রীকে বিয়ে করা ছাড়া ও ময়মনসিংহে প্রবাসীর স্ত্রীকে একইভাবে প্রতারণার মাধ্যমে তালাক করিয়ে ধর্ষণ করেছিলেন। তার বিরুদ্ধে শাহবাগ ও তুরাগ থানায়ও মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  শাহিনুর আলম গ্রেপ্তার ও মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।