
ফতুল্লায় ধর্ষণে বাধা দেয়ায় চার তলার ছাদ থেকে ফেলে দিয়ে সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাৎক্ষনিক মামুনকে (৩৩) উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেছেন।
শুক্রবার রাতে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকায় ১নং গলিতে কবির মাষ্টারের ভাড়াটে বাড়িতে এ ঘটনা ঘটে।
এবিষয়ে কেউ শনিবার দুপুর পর্যন্ত থানায় অভিযোগ করেনি বলে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানিয়েছেন। তবে ঘটনার বিষয় দুপুরে লোক মুখে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবির মাষ্টারের ভাড়াটে বাড়ির একটি ফ্ল্যাটে মফিজ (৪০) নামে এক সন্ত্রাসী দলবল নিয়ে এক নারীকে ধর্ষনের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন ওই ফ্ল্যাটে গিয়ে মফিজকে ধর্ষনে বাধা দেয়। এসময় মফিজ তার দলবল নিয়ে মামুনকে এলোপাথারী মারধর করেন।
এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে চার তলার ছাদে নিয়ে নিচে ফেলে দেয়। তখন আশপাশের লোকজন দেখতে পেয়ে মামুনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
এবিষয়ে রনির পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, রনি অবস্থা আশঙ্কাজনক। সে সুস্থ্য হলে থানায় মামলা করবো। এখন রনিকে নিয়ে টেনশনে আছি।