নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫

তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় যুব ফোরাম’র খেলাধুলার সরঞ্জাম বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৭, ২৪ আগস্ট ২০২৫

তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় যুব ফোরাম’র খেলাধুলার সরঞ্জাম বিতরণ

জাতীয় যুব ফোরাম, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ৮৯ নং তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড সচিব জনাব মোঃ এস এ খান দিপু।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবদুল হাকিম, বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি এস.এম বিজয়।

আরো উপস্থিত ছিলেন জাতীয় যুব ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাকিবুল ইসলাম ইফতি, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান, সদস্য আব্দুল্লাহ আল নওফেল, মহিউদ্দিন মেরাজ, আশরাফুল আলম এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাকিম বলেন, আমাদের বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বেশ কিছু সংকটের মধ্যেও পাঠদান অব্যাহত আছে।

সমাজের সকল শ্রেনী পেশার নাগরিকদের এগিয়ে আসার প্রত্যয়ে সুন্দর সমাজ গঠনের কথা ব্যক্ত করেন। জাতীয় যুব ফোরামের সামাজিক উন্নয়নমূলক এই কর্মসূচিগুলোর প্রশংসা করে, আগামী কার্যক্রমে সহায়তার কথা জানান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড সচিব মোঃ এস এ খান দিপু বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব রয়েছে। এই সরঞ্জাম গুলো সঠিক ব্যবহার করে শিশুদের প্রতিভা বিকশিত হোক।

বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি এস.এম বিজয় বলেন, জাতীয় যুব ফোরাম বাংলাদেশের ৬৪ জেলায় একটি করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়কে মডেল প্রতিষ্ঠান করার যে উদ্যোগ নিয়েছে তা আমি সাধুবাদ জানাই। খেলাধুলার সরঞ্জাম বিতরণ, পুষ্টি বাগান তৈরী, প্রজনন স্বাস্থ্য শিক্ষা নিশ্চিতে এই কাজগুলো প্রশংসার দাবিদার।

জাতীয় যুব ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাকিবুল ইসলাম ইফতি বলেন, আমাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি। ভিএসও কর্তৃপক্ষ এবং জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তারা সারাদেশের অবহেলিত প্রাইমারী স্কুল, হাইস্কুল ও কমিউনিটি ক্লিনিকগুলো মডেল প্রতিষ্ঠানে রুপান্তরের উদ্যোগ নিয়েছে। আমরা সেচ্ছাসেবী হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে কাজ করে যাচ্ছি। বরং নিজেদের অর্থ খরচ করেও সমাজ উন্নয়নে ভূমিকা রাখছি। আমাদের কাজে যুক্ত হতে আগ্রহী সকল সৎ, সাহসী, সক্রিয় সেচ্ছাসেবীদের আহ্বান জানাচ্ছি।