নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

সদর থানা ওসির সাথে  সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৯, ৮ সেপ্টেম্বর ২০২৪

সদর থানা ওসির সাথে  সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ 

নারায়নগঞ্জ সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ।

গতকাল ৮ সেপ্টেম্বর (রবিবার) নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন সদর থানা ওসি নজরুল ইসলামের সাথে। এসময় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মহানগরী জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের অন্যতম সদস্য হাফেজ নাসির উদ্দিন।তিনি বলেন,আমরা ভাষা প্রকাশ করতে পারিনি।

আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছে। আমাদের অধিকাংশ লোক নির্যাতিত, কারাভোগের যন্ত্রণা যে কি আমরা উপলব্ধি করেছি। আমরা আল্লাহর কাছে বিচার চেয়েছি এবং বিচার পেয়েছি। চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় আপনি খেয়াল রাখবেন। 

তিনি  আরও বলেন,আপনাদের কাছে দাবি যে,কেউ যেন কোনো সনাতনধর্ম এবং অন্যান্য ধর্মের লোকদের বা উপাসনালয়ে হামলা করতে না পারে। আমাদের যেকোনো সময়,যেকোনো মুহূর্তে কাছে পাবেন,ইনশাআল্লাহ।

নবাগত ওসি নজরুল ইসলাম বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা ধৈর্য  ধরুন।ইনশাআল্লাহ দেশের মানুষ ভালো থাকবে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন।এছাড়া আরও উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুল ইসলাম, সোলেমান মুন্না, ১৫নং ওয়ার্ডের সভাপতি আনিসুজ্জামান, নাদিম সহ মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ।